সীতাকুণ্ড পাহাড়ে অভিযান চালিয়ে ৬শ বোতল অবৈধ সিলিন্ডার জব্দ, গ্রেপ্তার ৪

সীতাকুণ্ড পাহাড়ে অভিযান চালিয়ে ৬শ বোতল অবৈধ সিলিন্ডার জব্দ, গ্রেপ্তার ৪
সীতাকুণ্ডে পাহাড়ে অভিযান চালিয়ে ৬শ বোতল অবৈধ সিলিন্ডার জব্দ, গ্রেপ্তার ৪

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের পাহাড়ে অভিযান চালিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সাড়ে ৬শ বোতল অবৈধ এলপিজি সিলিন্ডার জব্দ করেছে পুলিশ। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে এ চক্রের সাথে জড়িত চার ব্যক্তিকেও। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে একটি মামলা দায়ের শেষে শুক্রবার গ্রেপ্তারকৃ তদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এসকে এম জুট মিলস চৌধুরী পাড়ার পাহাড়ে এসএস ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠানের ভেতরে বেশ কিছুদিন ধরে একটি চক্র চোরাই সিলিন্ডার সংগ্রহ করে তা কেটে স্ক্র্যাপ লোহা হিসেবে বিক্রি করছিল। গোপন সূত্রে এ খবরের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে সাড়ে ৬শ বোতল এলপিজি সিলিন্ডারসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অক্সিজেনের বোতল কাটার ৪টি পাইপ, লোহার পাইপ ২টি, চাবি ১টি, পিতলের মুখ ৫ কেজি, একটি ট্রাকসহ ৩৫ লাখ ৬ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ মিজান (২৬), মহিউদ্দিন (৪০), বশির উদ্দিন (৩৮) ও মোবারক হোসেন (২৬)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, বাড়বকুণ্ডে পাহাড়ে সিলিন্ডার কেটে বিক্রির খবর জেনে অভিযান চালিয়ে ৬৫০টি সিলিন্ডার উদ্ধার ও চার জনকে গ্রেপ্তার করেছি। শুক্রবার সকালে আটক চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড;