সীতাকুণ্ড উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবাষিকী ঊদযাপন

সীতাকুণ্ড উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবাষিকী ঊদযাপন

সীতাকুন্ড প্রতিনিধি।।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সীতাকুণ্ড উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সীতাকুণ্ড উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন।

সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ কাঞ্চন তার বক্তব্যে বলেন স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শুধু  শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবন্ধ রাখলে হবে না,,বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুর  আর্দশ নীতি ও দেশপ্রেম নিজেদের মধ্যে লালন করতে হবে,,এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে মুক্তিযুদ্ধ মঞ্চের সকল নেতৃবৃন্দের শপথ হোক সকলে একত্রিত হয়ে বঙ্গবন্ধুর নীতি ও আর্দশকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যানে সম্মিলিত ভাবে কাজ করে যাবো।

সভাপতি জ্যৈতিময়  দেব রুপন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তা নিঃসন্দেহে দেশ ও জাতির জন্য কল্যাণকর।তিনি বলেন সজাগ থাকতে হবে এখনো বঙ্গবন্ধুকে হত্যাকারীর দোষররা দেশে ষড়যন্ত্র করে চলেছে।এবং সভা সমাপ্তি ঘোষণা করেন।