সীতাকুণ্ডে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদাত বার্ষিকী পালন

সীতাকুণ্ডে  বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদাত বার্ষিকী পালন

উপজলা প্রতিনিধি, সীতাকুন্ড।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।     

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দিদারুল আলম এম পি। 

সকালে সীতাকুণ্ড উপজেলা চত্বরে একে একে পুষ্পমাল্য নিয়ে মিলিত হন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এডিশনাল এসপি শম্পা রানী সাহা, সসহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, মডেল থানার অফিসার ফিরোজ হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুউদ্দীন রাশেদ প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিদারুল আলম এমপি বলেন, ১৫ আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। ১৯৭৫ সালের এ দিনে সংগঠিত হয় বিশ্বের ইতিহাসে সব থেকে নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকাণ্ড।

এ জগতে আর কোনো হত্যাকাণ্ডে নিষ্পাপ শিশু, অবলা অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়নি। রেহাই দেওয়া হয়নি মেহেদি-রাঙ্গা নববধূকেও। সে সময় বিদেশে ছিলেন বলেই প্রাণে বেঁচে যান আমাদের আশার বাতিঘর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। সেদিন তারা বেঁচে গিয়েছিলেন বলেই আজকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বিচার হয়েছে যুদ্ধাপরাধের। কলঙ্কযুক্ত হয়েছে দেশ।

আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সারা বিশ্বে আজ স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। বাংলাদেশ বিশ্বের কাছে এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়ন ও গণতন্ত্রের রোল মডেল।

তিনি আরও বলেন, জাতির পিতা আমাদের মাঝে নেই। কিন্তু রয়েছে তার আদর্শ তার কর্ম। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে এমপি দিদারুল আলমের ব্যাক্তিগত পক্ষ থেকে প্রতিবন্ধী ও অসহায়, দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও সীতাকুণ্ড উপজেলা সমাজ সেবা এবং পরিবার পরিকল্পনার পক্ষ থেকে ভুক্তভোগীদের মাঝে চেক বিতরণ করেন।

অপর দিকে জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, সাঈদ মিয়া, রতন মিত্র, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতিি মোঃ শাহজাহান, ছাত্রলীগের আহ্বায়ক শাহেস্তা খান, সাবেক অর্থ সম্পাদক আলাউদ্দীন, শ্রমিক নেতা নুর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।