সীতাকুণ্ডে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি দিদার

সীতাকুণ্ডে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি দিদার
সীতাকুণ্ডে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি দিদার

নিউজ ডেস্ক, পোস্টকার্ড ।।

সীতাকুণ্ডের পৌরসভার পূর্ব শিবপুর বায়তুল মামুর জামে মসজিদের নির্মান কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

জানা গেছে, জিএসআইডি-২ প্রকল্পের আওতায় সীতাকুণ্ড উপজেলায় ৬টি নতুন মসজিদ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ড পৌরসভার শিবপুর (৯ নং ওয়ার্ডে) অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ২৫ লাখ ১৫ টাকা বরাদ্দ দেওয়া হয়।

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম শিবপুর গ্রামে পৌঁছালে পৌর মেয়রের নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটায় পৌরসভার শিবপুর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্ভোধন উপলক্ষে স্থানীয় কাউন্সিলর শাহ কামাল চৌধুরী সভাপতিত্বে ও মসজিদ বাস্তবায়ন কমিটির সেক্রেটারি এস এম বেলাল উদ্দিন পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বদিউল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ভূঁইয়া, মো: দিদারুল আলম অ্যাপোলো, আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন, মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠূ, মোফাখরুল আলম চৌধুরী , মসজিদ কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোঃ জাকির হোসেন, কামরুল হাসান প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে বায়তুর রাহাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একই মসজিদের ইমাম মোঃ কাউছার।

খালেদ / পোস্টকার্ড ;