সীতাকুণ্ডে হাফিজ কলোনীতে পিপিই পড়ে দোকানে ডাকাতি চেষ্টা

সীতাকুণ্ডে হাফিজ কলোনীতে পিপিই পড়ে দোকানে ডাকাতি চেষ্টা
সীতাকুণ্ডে হাফিজ কলোনীতে পিপিই পড়ে দোকানে ডাকাতি চেষ্টা

সীতাকুন্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির হাফিজ জুট মিল  কলোনীতে  ৩মে ভোর রাতে পিপিই পড়ে দেশীয় অস্ত্র নিয়ে খোকন স্টোরে  ডাকাতি চেষ্টা করেছে অজ্ঞাত ৮-১০ জনের ডাকাত দল। মসজিদে মাইকিং করে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায় বলে জানা যায়।     

দোকানদার ইমাম হোসেন জাবেদ জানায়, সেহেরী খেয়ে নামায পড়ে দোকানের পেছনের কক্ষে মোবাইলে কথা বলছিল।ঐ সময় দোকানের সামনের অংশে  দরজা ভেঙ্গে কেউ দোকানে প্রবেশ করে টাকা পয়সাও মালামাল বের করছে বুঝতে পারার মুহুর্তে পিপিই পড়া টর্চলাইট ও অস্ত্র হাতে কয়েকজন দোকানের ভিতরের গিরিলের তালা ভেঙ্গে আর একটি কক্ষে প্রবেশ করার চেষ্টা করলে জাবেদ পাশের দোকানদারদের  ডেকে ও সাইরেন বাঁশি বাজিয়ে  ডাকাত বলে চিৎকার করে ততক্ষণে ডাকাতরা রুমে ঢুকে তাকে মেরে একপাশে আবদ্ধ করে রাখে। তার চিৎকার ও সাইরেন শুনে মসজিদ কমিটির সদস্য নিজাম উদ্দিন খান মসজিদের মাইকে ডাকাতির খবর জানালে এলাকাবাসী ছুটে আসার ব্যাপার বুঝতে পেরে ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়।

জাবেদ জানায়, গত একদিন আগেও রাতে দোকানের পেছন দিক দিয়ে টিনের জানালা কেটে অজ্ঞাত কে বা কারা প্রবেশ করার চেষ্টা করছিল। প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইকে ঘোষনা শুনে লোকজন বেরিয়ে আসলে  ডাকাত দলের সদস্যরা পালিয়ে  যায় তবে পিপিই পড়া ও হাতে অস্ত্র থাকার কারনে কাউকে আটক ও সনাক্ত করা যায় নি।

ঘটনার পরপরই স্থানীয় মেম্বার মোহাম্মদ আজম ঘটনাস্থলে আসেন। দোকানের মালিক শহিদুল্লাহ খোকন ও দোকানদার কমিটির কয়েকজন সদস্য জানায় তারা স্থানীয় চেয়ারম্যান সাহেবকে এব্যাপারে অবহিত করবে।

উক্ত বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ইন্টেলিজেন্স সুমন বনিক বলেন,আমরা খবর পেয়ে গিয়ে দেখি কিছু দোকানে ডাকাতি চেষ্টা করে,তবে সাধারণ জনগনের প্রতিরোধের মুখে পালিয়ে যায়।        

তাছাড়া ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়।

উল্লেখ্য এই লকডাউন চলাকালীন সময়ে ও তার পূর্বে কলোনীতে আরো কয়েকবার দোকানদারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে নগদ টাকা, সিগারেট, ইলেক্ট্রনিক্স ও কসমেটিকস সামগ্রী নিয়ে যায়।