সীতাকুণ্ডে হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে শত শত মুসল্লির ঢল

সীতাকুণ্ডে হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে শত শত মুসল্লির ঢল

এম কে মনির, সীতাকুণ্ড, চট্রগ্রাম ।।

 

বুধবার (০৬/১১/২০১৯)সীতাকুণ্ড মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসার  উদ্যোগে এক বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান ওয়ায়েজ হিসেবে তাশরিপ আনেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফিজুর  সিদ্দিকী, কুয়াকাটা।

মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসার পূর্ব মুরাদপুর, দোয়াজিপাড়া ক্যাম্পাসের মাঠে বাদে আসর থেকে এ মাহফিল শুরু হয়। মাহফিল উপলক্ষে কর্তৃপক্ষ নানা আয়োজন সম্পর্ণ করে। বেশ কিছুদিন আগে থেকেই চলছিল এ মাহফিলের আয়োজন। বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার,পেস্টুন ও লিফলেট লাগানো হয়েছে।মূলত এটি মদীনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল। বিকাল ৫টা থেকেই  মাহফিলের প্রধান ওয়ায়েজকে গ্রহণ করার জন্য একদল নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছিলো ঢাকা -চট্রগ্রাম মহাসড়কে।

সন্ধ্যা ৭.৩০এ হুজুর সীতাকুণ্ডে এসে পৌঁছান।এসময় হুজুরের গাড়িকে ঘিরে রাখে প্রায় ৫০টির বেশি নিরাপত্তা মোটরসাইকেল। হর্ণে হর্ণে গাড়িগুলো এগিয়ে যায় মাহফিলের দিকে। এসময় মাহফিলটি বিশাল জনসমুদ্রে রুপ নেয়। নারায়ে তকবির ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহফিল স্থল। এসময় মাহফিলে মুসল্লি দাঁড়িয়ে হুজুরকে সম্মান প্রদর্শন করে। রাত ৮টায় মাওলানা হাফিজুর রহমান, কুয়াকাটা মাহফিলে তাশরিপ আনেন। এসময় তিনি ইসলামী জিন্দেগী ও আখেরাতের উপর দীর্ঘ আলোচনা রাখেন। রাত বারোটায় মাহফিলটি শেষ হয়। মাহফিলে অর্ধশত স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিল। এছাড়াও শৃঙ্খলা ও পরিবেশের দায়িত্বে নিয়োজিত ছিলো মাদ্রাসার অসংখ্য ছাত্র। মাহফিলে বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক মানুষ যোগ দেয়।