সীতাকুণ্ডে ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা আটক

সীতাকুণ্ডে ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা আটক
সীতাকুণ্ডে ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা আটক

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

ভাসানচর থেকে সীতাকুণ্ডে প্রবেশকালে আট রোহিঙ্গাকে আটক করে পুনরায় ভাসানচরে ফেরত পাঠিয়েছে নৌপুলিশ। রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে সন্দ্বীপ থানার মাধ্যমে ভাসানচরে পাঠানো হয় বলে জানান কুমিরা নৌ পুলিশ ।

আটককৃত রোহিঙ্গারা হল, নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৪৭ ও ৪৮ নম্বর ক্লাস্টারের বাসিন্দা মো. সোহেল (১৮), মোহাম্মদ রিয়াজ (১৭), মো. আক্তার হোসেন (১৮), মো. জুবায়ের (১৭), মো. ওমর ফারুক (১৭), মো. জুনায়েদ (১৪), মো. হেলাল উদ্দিন (২২) ও মো. সাদ্দাম হোসেন (১৪)।

সীতাকুণ্ডের কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন জানান, রবিবার সকালে তারা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে জানতে পারেন সন্দ্বীপ থেকে ছেড়ে আসা জাহাজ এমভি আইভি রহমানযোগে একদল রোহিঙ্গা সীতাকুণ্ডে চলে এসেছে। এই খবর পেয়ে তারা জাহাজে যোগাযোগ করে তাদেরকে চিহ্নিত করার পর আটক করে নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

আটককৃতরা নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা স্বীকার করে বলেন, তারা চাকরির উদ্দেশ্যে সেখান থেকে বের হয়ে এসেছেন। শেষে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে বিকালে তাদেরকে সন্দ্বীপ থানার মাধ্যমে পুনরায় ভাসানচরে ফেরত পাঠিয়ে দিয়েছি বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;