সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পর্যবেক্ষণে ১৫ সদস্যের প্রতিনিধিদল

সীতাকুণ্ডের  বিএম কনটেইনার ডিপো পর্যবেক্ষণে ১৫ সদস্যের প্রতিনিধিদল
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পর্যবেক্ষণে ১৫ সদস্যের প্রতিনিধিদল

পোস্টকার্ড নিউজ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেছে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের প্রতিনিধিদল।

ফায়ার সার্ভিসের দেওয়া ১৯টি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দেখতে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল ডিপোতে প্রবেশ করেন। এ সময় পরিদর্শন দলে ছিলেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল। তাঁরা পরিদর্শনকালে কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগাদা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ‘ডিপোটির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আধুনিকায়নের পাশাপাশি আরও নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজাতে গত ২৭ নভেম্বর ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে ১৯টি শর্ত দেওয়া হয়। ২০২৩ সালের ২৭ এপ্রিলের মধ্যে এসব শর্ত বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। ওই শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখতে ডিপো পরিদর্শন করেছি।’

পরিদর্শন শেষে শর্তের ৪০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আরও বলেন, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম তৈরি, পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার মজুত, দক্ষ জনবল, ডিপোর ভেতরে পর্যাপ্ত পানির মজুত করা, জেনারেটর, অটোমেটেড ফায়ার এলার্মিং সিস্টেমসহ ১৯টি শর্ত বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

গত ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫১ জন প্রাণ হারান। আহত হয়েছিলেন ২৩০ জনের অধিক মানুষ। এর ছয় মাস না পেরোতেই ১৩ ডিসেম্বর ডিপোতে আগুন লাগে আবারো।

খালেদ / পোস্টকার্ড ;