সীতাকুণ্ডের ৯ বছরের শিশু ধর্ষণকারী শাহীন আটক

সীতাকুণ্ডের ৯ বছরের শিশু ধর্ষণকারী শাহীন আটক
সীতাকুণ্ডের ৯ বছরের শিশু ধর্ষণকারী শাহীন আটক

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. শাহীন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব -৭। গ্রেপ্তার শাহীন উপজেলার ইয়াসিন নগরের মো. নেজাম উদ্দীনের ছেলে।

বুধবার (৩০ মার্চ) রাতে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ভুক্তভোগী শিশুটি সীতাকুণ্ডের একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী। গত ২৩ মার্চ ভিকটিমের মা-বাবা কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। মাদ্রাসার ক্লাস শেষ করে ঘটনার দিন আনুমানিক দুপুর ২টার দিকে বাড়িতে আসে। ঘরে কোনো লোক না থাকায় মো. শাহীন শিশুটিকে নানা প্রলোভন ও ম্যাজিক লাইট দেখাবে বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহীন ঘর থেকে বের হয়ে কৌশলে পালিয়ে যায়। তখন স্থানীয়রা শিশুটির পরিবারকে ঘটনাটি জানায়।

পরে ভিকটিমের বাবা অসুস্থ শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান। শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ২৭ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে মো. শাহীন নিজ এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করতে থাকেন। তাকে গ্রেপ্তারের জন্য র‍্যাব গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার তাকে জোরারগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন র‍্যাবের কাছে ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;