সীতাকুন্ডে এমপি দিদারুল আলমের খাদ্য সামগ্রী বিতরণ

সীতাকুন্ডে এমপি দিদারুল আলমের খাদ্য সামগ্রী বিতরণ

এম আলতাফ মাহমুদ ।।

সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে নিজস্ব অর্থয়নে ২৯ আগষ্ট (শনিবার ) চারশত পরিবার মাঝে জাতীয় শোক দিবস ও ১৫ই আগষ্ট উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষ কে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আলহাজ্ব দিদারুল আলম এমপি ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি ৭৫’র ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। সেই অপশক্তি পরবর্তীতে জিয়াউর রহমানকে ক্ষমতার মসনদে বসিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতীয় চার নেতাসহ হাজার হাজার বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করিয়েছে।

এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের শুধু আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তা নয়। বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃতও করেছেন তিনি। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে স্বামীর দেখানো পথে হেঁটেছেন।

বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য খালেদা জিয়া ও তারেক জিয়ার প্রত্যক্ষ মদদে ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হওয়াসহ পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন। পরের বছর ২০০৫ সালের ১৭ আগষ্ট বাংলাদেশকে মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করার অপপ্রয়াসে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ’কে দিয়ে ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা ঘটিয়েছেন।

একের পর এক ন্যাক্কারজনক হত্যাকান্ডের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা স্বাধীনতা,সার্বভৌমত্ব বিধ্বংসী একটি দল। এদেশে তাদের রাজনীতি করার যোগ্যতা নেই। আমি সরকারের কাছে বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করা এবং রাজনৈতিক দলের তালিকা থেকে বিএনপি’কে বাদ দেয়ার জোর দাবি জানাচ্ছি।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচিতে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী জাহাঙ্গীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।