সীতাকুন্ডে ক্রেতা-বিক্রেতার মাঝে সাড়া ফেলছে বড় দারগারহাটের কোরবানী হাট

সীতাকুন্ডে ক্রেতা-বিক্রেতার মাঝে সাড়া ফেলছে বড় দারগারহাটের কোরবানী হাট
  সীতাকুন্ডে ক্রেতা-বিক্রেতার মাঝে সাড়া ফেলছে বড় দারগারহাটের কোরবানী হাট

নাছির উদ্দিন শিবলু, সীতাকুন্ড ।।

সীতাকুন্ডে মনোরম পরিবেশে স্বাস্থবিধি রক্ষা করে কোরবানীর পশু বিক্রিতে ক্রেতা-বিক্রেতার মাঝে ব্যাপক সাঁড়া ফেলেছে বড় দারগাহাটের কোরবানীর পশুর হাট।

সার্বক্ষনিক নিরাপত্তায় হাটে গ্রহন ও সেবা নিশ্চিত হওয়ায় জাল টাকা এবং পকেট মারদের হাত থেকে সুরক্ষা পাচ্ছে ক্রেতা-বিক্রেতাসহ হাটের আগত দর্শনার্থীরা। ফলে প্রথম দিনে ব্যাপক পশু ও মানুষের সমাগমের পাশাপাশী বেচা-কেনাতে ছিল এগিয়ে। এ পরিস্থিতিতে অন্যান্য বাজারগুলো পশু শূন্যতায় ভুগছে তখনি ক্রেতা-বিক্রেতার দৃষ্টি পড়ছে বড়দারোগার হাটে। সে সাথে পশু ক্রয়-বিক্রয়ে সন্তুষ্টি প্রকাশ করছেনে ক্রেতা-বিক্রেতারা।

তারা বলেন,‘ বিশাল পরিসরে বাজার বসাতে ঝামেলা ছাড়া পশু ক্রয় করা যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় কমেছে পকেট ও জাল টাকা ঝুকি। এছাড়া নিরাপদ দুরত্ব নিশ্চিতের ফলে করোনা সংক্রমনের আশংকা একেবারে নেই বলে।

বাজারটি রাস্তার পাশে অবস্থিত হওয়ায় স্থানীয় পশুর পাশাপাশী অন্যান্য জেলার পশু আনা-নেয়া খুবই সহজ। যে কারনে উন্নত জাতের পশুতে ভরেছে বাজার। সে সাথে পছন্দের পশু সহজে ক্রয়/বিক্রয় করতে পারছে বলে জানান ।

সকল প্রকার বিধি নিষেধ মেনে হাট পরিচালিত হওয়ায় প্রশাসনিক ঝামেলা নেই হাটে। আর সুনাম রক্ষা করে ক্রেতা-বিক্রেতাদের সুবিধাজনক ব্যবস্থা মাথায় রেখে বাজার পরিচালনা করছেন বলে জানান বড়দারগার হাটের ইজারাদার সাইদুল ইসলাম।

তিনি বলেন,‘ যেখানে যা প্রয়োজন তা যথাযথভাবে পালন করা হচ্ছে। বাজারের প্রবেশের পূর্বে নিশ্চিত করা হচ্ছে মাক্স,গ্লাবস ও হেন্ড সেনিটাইজার। বাজারের আগত সকলকে ব্যাক্তিগত পক্ষ হতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনের পাশাপাশী নিরাপত্তার নিশ্চিতে ক্লোজ সার্কিট ক্যামরা বসিয়ে সার্বক্ষনিক মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।