সীতাকুন্ড সমিতির নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ

সীতাকুন্ড সমিতির নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ

পোস্টকার্ড ডেস্ক।।

চট্টগ্রামের অন্যতম বৃহৎ সমাজসেবা সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর পক্ষ থেকে সীতাকুন্ডে ইংরেজি নতুন বছর '২০২১ এর ক্যালেন্ডার বিতরণ করে সীতাকুন্ডবাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সীতাকুন্ড সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দীন। সীতাকুণ্ড সমিতির পক্ষ থেকে সর্ব সাধারণের মাঝে প্রায় দশহাজার ক্যালেন্ডার বিতরণ করেন।

১৮ জানুয়ারি সোমবার সকাল ৯ টায় সকালে সীতাকুন্ড উপজেলার বিভিন্নস্থানে এই ক্যালেন্ডার বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন সীতাকুন্ড সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দীন নিজেই। উদ্বোধন শেষে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোর সকল দোকান, পথচারী ও যানবাহনের চালক-যাত্রীদের মাঝে  এই ক্যালেন্ডার বিতরণ করা হয়। 

সমিতির নেতারা ক্যালেন্ডার প্রদান করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যাংকার ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে। 

ক্যালেন্ডার বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, ‘আগামী দিন গুলোতে যেন আমরা সবাই সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে বাস করতে পারি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ -শান্তি। এসময় ২০২১ সালকে করোনা মুক্ত দেখার প্রত্যাশাও করেন তারা।

দিনব্যাপী এই আয়োজনে সাথে ছিলেন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মানিক,সহ সভাপতি কাজী আলী আকবর জাসেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, এস এম তোফায়েল উদ্দিন, শেখ খালেদ মেজবাহ উদ্দীনসহ সমিতির অন্য সদস্যরা।

সীতাকুন্ড সমিতির ' ২০২১ সালের ক্যালেন্ডার স্পন্সর করে- রিজী গ্রুপ ।