সীতাকুন্ডে মুজিব বর্ষে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সীতাকুন্ডে মুজিব বর্ষে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
সীতাকুন্ডে মুজিব বর্ষে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

এম কে মনির ।। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় বাংলাদেশ ছাত্রলীগ মুরাদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২৬ জুলাই রবিবার বিকাল ৫ টায় মুরাদপুর ইউনিয়নে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম।মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, মুরাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃআবুল কালাম আজাদ,৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক,সহ সভাপতি ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ দিদারুল আলম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সীতাকুণ্ড  উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক শায়েস্তা খাঁন সাজু। ৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহেদ পারভেস বাপ্পির সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা ,শেখ ফরিদ, এসএম তারেক, ইলিয়াস, সুমন, রিপন, দিদার, ইলিয়াস, ইমন প্রমুখ।

এসময় সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গাছ আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এসময় বক্তারা সকল নেতাকর্মীদের তিনটি করে গাছ লাগানোর কাজকে বাস্তবায়ন করতে পরামর্শ দেন।