সৌদি আরব থেকে ফিরলেন ৬৪ ‘নির্যাতিত’ নারী

নিউজ ডেস্ক ।।

সৌদি আরব থেকে ফিরলেন  ৬৪ ‘নির্যাতিত’ নারী
সৌদি আরব থেকে ফিরলেন ৬৪ ‘নির্যাতিত’ নারী

সৌদি আরবের একটি আশ্রয়কেন্দ্র থেকে গতরাতে ৬৪ জন ‘নির্যাতিত’ নারী দেশে ফিরেছেন।

দেশটিতে থাকাকালীন নিজেদের নিয়োগকর্তাদের দ্বারা তারা নানাভাবে শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানান, এই ৬৪ জন নারীকে প্রথমে রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃক পরিচালিত একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাচক্রে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে দূতাবাস।

একই ধরণের ঘটনার শিকার হয়ে গতকাল বিকেলেও সৌদি আরব থেকে ৪৫ জন নারী দেশে ফিরেছেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সূত্রে জানা গেছে, এ বছর সৌদি আরব থেকে প্রায় ৯০০ নারী দেশে ফিরে এসেছেন। গত বছর এ সংখ্যা ছিলো ১৩শ’রও অধিক।