সব ধরনের কারখানা বন্ধের নির্দেশ

সব ধরনের কারখানা বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক ।।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) করোনা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে এবার সব ধরনের কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে ।

শুক্রবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন সংগঠনের সভাপতি সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করাটাই এ মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য। মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে। কাজেই, দেশের স্বার্থে সরকার যেমন সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তেমনি বিকেএমইএ এর পক্ষ থেকেও আগামী ৪ এপ্রিল পর্যন্ত সকল ধরনের কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারখানা ছুটির সময় শ্রমিকরা যিনি যেখানে অবস্থান করছেন, তিনি যেন সেখানেই অবস্থান করেন, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। তাদের বোঝাতে হবে, এটা কোনো ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যিনি যেখানে অবস্থান করেন, তাকে সেখানেই থাকতে হবে।