স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের অসহায় মানুষের জন্য বিনামূল্যে সবজি বাজার

স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের  অসহায় মানুষের জন্য বিনামূল্যে সবজি বাজার

আনোয়ারা প্রতিনিধি ।।

স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় করোনায় কর্মহীন ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে বাজার বসিয়েছে ।

উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের বার আউলিয়া এলাকায় কোন টাকা ছাড়াই শতাধিক পরিবার তাদের পছন্দমত সবজি নিয়ে যাওযার সুযোগ পান।

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সংগঠনের সদস্যদের তত্ত্বাবধানে দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেল্টারের নিচে অস্থায়ী এ বাজার বসানো হয়।

জানা যায়, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন আনোয়ারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় দিবস সমুহে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, ত্রাণ বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, বিভিন্ন জনসচেতনাতামূলক প্রচারণার মাধ্যমে ইতিমধ্যে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছে। করোনার দূর্যোগকালীন সময়েও অসহায় মানুষের পাশে এই ফাউন্ডেশনটি নানা ভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের উদ্যোগে গ্রামের প্রান্তিক চাষীদের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানিতে গৃহবন্দি মানুষ ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়েপড়া অসহায় ১ শত পরিবারের মাঝে বিনামূল্যের সবজি বিতরণ করেন। এর সার্বিক কার্যক্রমে ছিলেন সংগঠনের সভাপতি আলীনুর জেমস্‌।

অন্যান্যদের মাঝে নুরুল আবছার সবুজ, শাহেদ মাহমুদ, মো. মহিউদ্দিন, দিদার চৌধুরী, মো. আলমগীর, মোস্তাফিজ বাশার, আবু বক্কর, হুমায়ুন কবির, ইসলাম মফিজ, মহিউদ্দিন মন্টু, শহীদুল ইসলাম ও সাদ্দাম হোসেন।