সাড়ে ৬ কোটি বেকার ভাতার আবেদন আমেরিকায়

সাড়ে ৬ কোটি বেকার ভাতার আবেদন আমেরিকায়

পোস্টকার্ড আন্তর্জাতিক ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের ফলে আমেরিকায় ৬ কোটি ৬০ লাখ মানুষ বেকার ভাতার আবেদন করেছে। আমেরিকার শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে ৩০ লাখ ৮০ হাজার মানুষ বেকার ভাতার জন্য আবেদন করার পর গত ছ’ সপ্তাহে আমেরিকায় বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে।

১৯৩০ সালের মহামন্দার পর এই সংখ্যা সর্বোচ্চ। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ফলে আমেরিকায় বেকারত্ব বেড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনেক অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে যাতে অর্থনীতি পুনরায় সচল হতে পারে। সবচেয়ে বেশি বেকার ভাতার আবেদন করেছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। সেখানে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৬২ হাজারটি, ওহাইওতে ১ লাখ ৮৯ হাজার, ম্যাসাচুসেটেসে ১ লাখ ৪১ হাজারটি আবেদন জমা পড়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এপ্রিলের শেষ দিকে আমেরিকায় বেকারত্ব বাড়তে পারে ২০ শতাংশ পর্যন্ত। এক শতাব্দী আগে অর্থনৈতিক মহামন্দার চেয়ে যা ৫ শতাংশ বেশি।