সড়ক দুর্ঘটনায় আহত আইআইইউসি শিক্ষার্থী নুসরাত বেঁচে নেই, কর্মসূচি ঘোষণা

সড়ক দুর্ঘটনায় আহত আইআইইউসি শিক্ষার্থী নুসরাত বেঁচে নেই, কর্মসূচি ঘোষণা
সড়ক দুর্ঘটনায় আহত আইআইইউসি শিক্ষার্থী নুসরাত বেঁচে নেই, কর্মসূচি ঘোষণা

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুসরাত জাহান তুলী মৃত্যুবরণ করেছেন । 

শুক্রবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৮ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ডের সলিমপুর জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন আইআইইউসির বিবিএর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নুসরাত জাহান তুলী। 

তার বাবা মোহাম্মদ মন্জু ফৌজদারহাট বিদ্যুৎ অফিসে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে সুবাধে মোহাম্মদ মন্জু ফৌজদার সিডিএতে ভাড়া বাসায় থাকতেন। নিহত নুসরাত জাহান তুলী মন্জুর দুই কন্যা সন্তানের মাঝে সবার ছোট ছিল।

মোহাম্মদ মন্জু জানান, আমি আমার মেয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি, আমার মেয়ের জন্য দোয়া করবেন, এর চাইতে বেশি কিছু বলা সম্ভব না।

এদিকে, আইআইইউসি ছাত্রী নুসরাতের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ। একইসঙ্গে এই ছাত্রীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল শনিবার কালো ব্যাজ ধারণ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ঘোষণা। ওইদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খালেদ / পোস্টকার্ড ;