হলি ক্রিসেন্ট হাসপাতালের অক্সিজেন সংকট নিরসনে মনজুর আলমকে নওফেলের ফোন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের ৩৬ কর্মীর জন্য ৩ লাখ টাকা প্রণোদনা দান

হলি ক্রিসেন্ট হাসপাতালের অক্সিজেন সংকট নিরসনে মনজুর আলমকে নওফেলের ফোন
হলি ক্রিসেন্ট হাসপাতালের অক্সিজেন সংকট নিরসনে মনজুর আলমকে নওফেলের ফোনহলি ক্রিসেন্ট হাসপাতালের অক্সিজেন সংকট নিরসনে মনজুর আলমকে নওফেলের ফোন

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া চট্টগ্রামের দুই হাসপাতাল পরিদর্শন করে সমস্যার সমাধানে ভূমিকা রাখলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আউটসোর্সিংয়ের ৩৬ কর্মীর জন্য তিন লাখ টাকা এবং হলি ক্রিসেন্ট হাসপাতালের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

গতকাল শনিবার নগরীর খুলশীতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চালু হওয়া হলি ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে যান নওফেল। এ সময় ওই হাসপাতালে অক্সিজেন সংকটের কথা জেনে তিনি গোল্ডেন অক্সিজেন লিমিটেডের মালিক সাবেক সিটি মেয়র মনজুর আলমের সাথে যোগাযোগ করে অক্সিজেন সরবরাহের অনুরোধ করেন। তাতে সাড়া দিয়ে মনজুর আলম হলি ক্রিসেন্ট হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এদিকে গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কর্মীদের জন্য এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন লাখ টাকা দেন নওফেল। গত বৃহস্পতিবার ওই হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে গেলে এই কর্মচারীরা জানান, প্রশাসনিক জটিলতায় তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে তারা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় কাজ করছেন।
এরপর গতকাল শিক্ষা উপমন্ত্রী নওফেল ওই কর্মচারীদের ‘প্রণোদনার’ জন্য তিন লাখ টাকা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

চট্টগ্রামের জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ওই টাকা থেকে ৩৬ কর্মচারীর প্রত্যেকে প্রণোদনা হিসেবে আট হাজার টাকা করে পাবেন। এই কর্মচারীরাই জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা, অক্সিজেন সিলিন্ডার বহন, খাবার সরবরাহ, রান্নায় সহযোগিতা, কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসকদের খাবার পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কাজ করেন।

অর্থ মন্ত্রণালয় গত জানুয়ারি থেকে সব সরকারি হাসপাতালে আউটসোর্সিংয়ের জন্য বরাদ্দ বন্ধ করে দিলে সংকটে পড়েন এই কর্মচারীরা।