আনোয়ারা থেকে দুইজনের করোনার নমুনা সংগ্রহ, হোম কোয়ারেন্টিনে ৪২

আনোয়ারা থেকে দুইজনের করোনার নমুনা সংগ্রহ, হোম কোয়ারেন্টিনে ৪২

আনোয়ারা প্রতিনিধি ।।

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত প্রদক্ষেপের অংশ হিসেবে আনোয়ারায় ২ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ৪২ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছে বলে জানা গেছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, করোনাভাইরাস সনাক্ত করতে সরকার সারা দেশে প্রতি উপজেলা থেকে ২ জন করে মোট ১ হাজার নমুনা সনাক্ত করেছে। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবার আনোয়ারায় ২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা গত বৃহস্পতিবারই চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত করোনাভাইরাসেরর বিশেষ চিকিৎসা কেন্দ্র বিআইটিআইডি এ পাঠানো হলেও গতকাল শুক্রবার পর্যন্ত এর ফলাফল জানা যায়নি। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদেশ ফেরত ৪২ জন প্রবাসী হোম কেয়ারেন্টিনে রয়েছে বলে জানা যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, আনোয়ারায় এ পর্যন্ত ৫২ জন হোম কোয়ারেন্টিনে থাকলেও তাদের মধ্যে ১০ জনের নির্দিষ্ট সময় শেষ হয়েছে। বর্তমানে ৪২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।

আনোয়ারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুইজন লোকের নমুনা সংগ্রহ তরে ফৌজদারহাট বিআইডিআইটি হাসপাতালে পাঠানো হয়েছে, তবে ফলাফল এখনো আসেনি।