২৪ ঘণ্টায় ঝরে গেল আরও ৬৯ প্রাণ,করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩০

২৪ ঘণ্টায় ঝরে গেল আরও ৬৯ প্রাণ,করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩০
২৪ ঘণ্টায় ঝরে গেল আরও ৬৯ প্রাণ,করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩০

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩০-এ। এ ভাইরাসে মৃত্যুর মিছিল কেবল দীর্ঘায়িত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চীনে মারা গেছেন আরও ৬৯ জন। শুধু হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে।

নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ২ হাজার ৫ শত জন। এখন পর্যন্ত চীনসহ সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। বিশ্বের অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ান অন্যতম। চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত দুইজন।। সর্বশেষ চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানসহ বিশ্বের অনেক দেশ।

এছাড়া সাম্প্রতিকালে চীন সফর করা বিদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। এর আগে একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল রাশিয়া, জাপান, পাকিস্তান এবং ইতালি। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বৈঠকের পর বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী এ  ভাইরাস। বিশ্বজুড়ে এখন সবচে আলোচিত ও আতঙ্ককর বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। চীনসহ বিশ্বের ২৮টি দেশে  করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩০ জনে। সংক্রমিত মানুষের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ৩০ হাজার।