৬ লাখ টাকার চোরাই সেগুন কাঠ সীতাকুণ্ড থেকে জব্দ

৬ লাখ টাকার চোরাই সেগুন কাঠ সীতাকুণ্ড থেকে জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

৬ লাখ টাকার চোরাই সেগুনসহ একটি মিনি কভার্ডভ্যান সীতাকুণ্ডের কদমরসুল এলাকা থেকে জব্দ করা হয়েছে। এ নিয়ে গত একসপ্তাহে ১২ লাখ টাকার অবৈধ কাট জব্দ করেছে ফৌজদারহাট বিট-কাম চেক স্টেশন।

বুধবার (১০ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশন বন কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমরসূল এলাকা থেকে কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটি জব্দ করেন। কভার্ডভ্যানটিতে ২৫০ ঘনফুট কাঠ রয়েছে। যার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন বোঝাই একটি মিনি কভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট ১৬-৭৭০৯) ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় বিট কাম-স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদসহ স্টেশনের আরও কয়েকজন কর্মকর্তা কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর জন্য সংকেত দেন। কাভার্ডভ্যানটি সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কদমরসূল এলাকা থেকে গাড়িটিকে আটক করতে সক্ষম হন বন কর্মকর্তারা। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমেদ।