সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে লাঠি মিছিল আতঙ্ক, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে লাঠি মিছিল আতঙ্ক, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

সীতাকুন্ড প্রতিনিধি।।

আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সীতাকুণ্ডে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিশেষত বিএনপি প্রার্থীরা তাদের পোস্টার ছেঁড়াসহ নানাভাবে মানসিক চাপে সৃষ্টির অভিযোগ তুলেছেন। এরই মধ্যে সোমবার পৌরসদরে নৌকার শ্লোগানে হটাৎ লাঠি মিছিল করে একদল যুবক। তবে তাতে বাধা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ। পুলিশের ধাওয়ায় মিছিলকারীদের মধ্যে কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে মেয়র পদপ্রার্থীদের মধ্যে স্নায়ু চাপ ও দৌরাত্ম বাড়ছে।

গত রবিবার রাতে পৌরসদরে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর ও নাগরিক কমিটির প্রার্থী বিএনপি সমর্থক সাংবাদিক জহিরুল ইসলামের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে একদল যুবক।

এ বিষয়ে প্রার্থী জহিরুল ইসলাম পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে গতকাল সোমবার বিকেল আনুমানিক ৪টায় নৌকার সমর্থনে একটি লাঠি মিছিল পৌরসদর প্রদক্ষিণকালে অভিযান চালান পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা গালিব হোসেন।

তিনি পুলিশসহ মিছিলকারীদের আটক করার চেষ্টা করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।