জন প্রতিনিধিরা মাঠে আনোয়ারার, নেতারা উধাও

জন প্রতিনিধিরা মাঠে আনোয়ারার, নেতারা উধাও
জন প্রতিনিধিরা মাঠে আনোয়ারার, নেতারা উধাও

আনোয়ারা প্রতিনিধি।।

মাহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কর্মহীন হয়ে পড়ে আনোয়ারার লাখো মানুষ। অর্ধমাস ধরে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে আনোয়ারার। এর ফলে রিকশা,অটো সিএনজি,বাস ও ট্রাক চালক থেকে শুরু করে পরিবহন শ্রমিক,দিনমজুর,দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী সব শ্রেণীর মানুষ বিপাকে পড়ে। মধ্যবিত্তরাও এক ধরণের অসহায় জীবণ পার করছে। এরই মধ্যে সরকারের পাশাপাশি স্থানীয় সাংসদ ভূমি মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে ঘুরে গেছেন আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে। কিন্তু এ বিপদে জনপ্রতিনিধি ছাড়া কারো সহায়তা মানুষ পাচ্ছেনা। উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলে জানাযায়, গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা-কর্ণফুলী আসনে আওয়ামীলীগ ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, বিএনএফ, ইসলামী ফ্রন্ট, এলডিপি, ইসলামীক ফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোটসহ স্বতন্ত্র ভাবে প্রায় ডজন খানেক প্রার্থী হয়ে মানুষের সাথে দেখা স্বাক্ষাত করে গেছে। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন নির্বাচন আসলেও অর্ধশতেরও অধিক প্রার্থী মানুষের ঘরে ঘরে ছুটে বেড়ায়। কিন্তু মানুষের এ বিপদে শুধু জনপ্রতিনিধি, চেয়ারম্যান-মেম্বার ও মুষ্ঠি কয়েক লোক ছাড়া এসব জননেতাদের দেখা তারা পাচ্ছেনা। স্থানীয় রিকশা চালক আবু ছৈয়দ জানায়, নির্বাচন আসলে যারা কোটি টাকা খরচ করতে পারে মানুষের এই বিপদে তাদের দেখা মেলেনি। ভূমিমন্ত্রীর দেয়া সামান্য চাল-ডাল ছাড়া কিছুই পায়নি।

এ গুলা দিয়ে আর কয়দিন চলবে! জানাযায়, করোনাভাইরাসের ভয়ে এসব জননেতারা বিভিন্ন অযুহাতে হোম কোয়ারেন্টিনে ডুকে পড়ে। প্রায় নেতা মুঠো ফোন পর্যন্ত বন্ধ করে দিয়ে আত্মগোপন করে আছে। এমনকি অনেকে দলীয় নেতা কর্মদের সাথেও যোগাযোগ বন্ধ রেখেছে। এছাড়া কিছু নেতা শুধু নির্বাচন আসলেই এলাকায় দেখা যায়। নির্বাচনের পরে উধাও হয়ে যায়।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আনোয়ারা উপজেরা বিএনপির সাবেক সভাপতি মো.শাহজাহান চৌধুরী বলেন, এই মুহুর্তে দলীয় কোন ত্রাণ বিতরণের কর্মসূচী না থাকলেও বিভিন্ন ইউনিয়নে আমাদের দলীয় নেতা কর্মীরা কেউ কেউ ব্যক্তিগত ভাবে সহায়তা দিচ্ছে। আমাদের নেতা সরোয়ার জামাল নিজাম কয়েকদিনের মধ্যে ঢাকা থেকে আসলে আমরা ব্যাপক আকারে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে যাব। রমজানেও আমাদের সহায়তা থাকবে।

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী বলেন, কে কি দিল এটা দেখার বিষয় এখন নয়, আমাদের নেতা ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারা-কর্ণফুলীর কোন মানুষ যেন খাদ্যভাবে কষ্ট না পায়। আমরা ইতি মধ্যে আনোয়ারায় ৫ হাজার পরিবারকে ভূমি মন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় খাবার সামগ্রী মানুষের ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছি। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।