আক্‌দের ৫ দিন পর সীতাকুণ্ডে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্‌দের ৫ দিন পর সীতাকুণ্ডে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আক্‌দের ৫ দিন পর সীতাকুণ্ডে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোস্টকার্ড ডেস্ক ।।

ইসরাত জাহান প্রিয়া (২১) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ সীতাকুণ্ডের সলিমপুর উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর এলাকার আহম্মদুর রহমানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ওই যুবতী একই বাড়ির মো. নাসির উদ্দিনের মেয়ে।

নিহত প্রিয়া ওই এলাকার আহমেদুর রহমানের বাড়ীর মো. নাছিরের কন্যা। গত ১৫ এপ্রিল সীতাকুণ্ড পৌর সভার ৯নং ওয়ার্ডের শিবপুর এলাকার প্রবাসী মো. রহিম উদ্দিনের সাথে প্রিয়ার সাথে আকদ্ সম্পর্ণ হয়। আগামী ২৬ মে তাদের অনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আকদ এর পর থেকেই দুইজন বিভিন্ন জায়গায় ঘুরাঘরিও করে। প্রিয়ার পরিবার জানান, তাদের মধ্যে কোন ধরণের মনোমালিন্যও দেখা যায়নি। কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছেনা পরিবারের লোকজন।

স্থানীয়রা জানান, গত ২৫ এপ্রিল পারিবারিকভাবে ইসরাত জাহান পিয়ার আকদ অনুষ্ঠিত হয়। তবে আকদ অনুষ্ঠানে প্রিয়ার সম্মতি ছিলো না। তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে সে।

অন্যদিকে পরিবারের সদস্যরা জানান, প্রিয়ার ইচ্ছেতেই আক্‌দ অনুষ্ঠান করেছেন তারা। আক্‌দের পর স্বামীকে নিয়ে আত্মীয় স্বজনের ঘরে গিয়ে বেড়াতেও গেছে সে। আগামী ২৬ মে বিয়ের অনুষ্ঠান হওয়ার দিনও ঠিক করা ছিল।

পুলিশের ধারণা, বিয়েকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে অভিমান করে নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করছে প্রিয়া। তবে তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তারা।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) সামিউর রহমান বলেন, শনিবার রাতে খাওয়া–দাওয়া শেষে পরিবারের লোকজনের সাথে কথা বলে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইসরাত জাহান। রবিবার সকাল ১০টার সময় ঘুম থেকে না ওঠায় প্রিয়ার মা লাকি আক্তার ডাকাডাকি করেন। এসময় ছোট মেয়ে রিচি আক্তার ভেতর থেকে দরজা খুলে দিলে তার মা ঘরে ঢুকে দেখেন মেয়ে শয়ন কক্ষের পিছনে অপর একটি রুমে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজনে এগিয়ে আসেন। তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;