আজ থেকে ১৫ নভেম্বর সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ, খোলা রাখলেই ব্যবস্থা : জেলা প্রশাসক

পোস্টকার্ড প্রতিবেদক ।।

আজ থেকে ১৫ নভেম্বর সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ, খোলা রাখলেই ব্যবস্থা : জেলা প্রশাসক

আজ শুক্রবার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কোন কোচিং সেন্টার খোলা রাখলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্নফাঁস রোধ করতেই কোচিং সেন্টার বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নগরীর ‘কোচিং পাড়া’ খ্যাত চকবাজার এলাকায় কোচিং সেন্টার রয়েছে প্রায় দুইশ’র অধিক । তবে এরমধ্যে মাত্র ৪০-৫০টি কোচিং মানসম্মত বলে দাবি করে বলেন বাকি কোচিং সেন্টারের কোন মান নেই। নগরীর সবগুলো কোচিং সেন্টারের প্রতি নজর রাখা হবে বলে জানান চট্টগ্রাম জেলা প্র্যশাসক এবং নিয়ম না মেনে কোন কোচিং সেন্টার খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানানও তিনি।

 

জানতে চাইলে চট্টগ্রাম কোচিং সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি কোচিং সেন্টারের (ইউসিসি) পরিচালক মো. সোহেল জানান, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে বৈধভাবে কোচিং সেন্টার চালাচ্ছি। এখন পরীক্ষার কারণে আমাদের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। প্রশ্নপত্র প্রণয়নের সাথে কোন কোচিং সেন্টার জড়িত থাকে না। প্রশ্নপত্র তৈরি করেন শিক্ষকরা।

তিনি অভিযোগ করে বলেন, আমরা কোচিং সেন্টার বন্ধ রাখলেও, কিছু শিক্ষক ঠিকই বাসার মধ্যে কোচিং চালু রাখে। সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। আমাদের কোচিং সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তান। যাদের বাসায় স্যার রেখে পড়ার সামর্থ্য নেই তারাই কোচিং সেন্টারে পড়তে আসে। তারপরও আমরা সরকারের নির্দেশনার প্রতি সম্মান রেখে ২৫ অক্টোরব থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখবো।

এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, শিক্ষ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি কোচিং সেন্টার খোলা রাখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারীতে নগরীর ‘কোচিং পাড়া’ খ্যাত চকবাজার এলাকায় কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণার পরও খোলা রাখায় একাধিক কোচিং সেন্টারকে সিলগালা করার পাশাপাশি আর্থিক জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।