আনোয়ারার বরুমচড়ায় কৃষকের কাঁচা ধান কেটে প্রতিশোধ নিল প্রতিপক্ষ

আনোয়ারা প্রতিনিধি ।।

আনোয়ারার বরুমচড়ায় কৃষকের কাঁচা ধান কেটে প্রতিশোধ নিল প্রতিপক্ষ
আনোয়ারার বরুমচড়ায় কৃষকের কাঁচা ধান কেটে প্রতিশোধ নিল প্রতিপক্ষ

সোমবার (২৮ অক্টোবর) দিনে আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে প্রতিশোধ নিতে এক কৃষকের জমির কাঁচা ধান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই কৃষক।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বরুমচড়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিম। পৈত্রিক ফসলি ৬ গন্ডা জমিতে প্রতি বছরের মতো চলতি মৌসুমেও ধান রোপন করেন তিনি। ওই সম্পত্তিতে কথিত স্বত্ব আছে বলে দাবি করে তার কৃষক মোহাম্মদ নুরুকে মারধর হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে দুর্বৃত্তরা। এ সময় তারা কাঁচা ধান, শিম গাছ, আকাশী গাছসহ বিভিন্ন ফসলি গাছ কেটে নষ্ট করে দিয়েছে।

এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন আবদুর রহিম।

আনোয়ারা থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) খাইরুজ্জামান বলেন, ‘থানায় একটি অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’