‘আলফা’ ও ‘গলি বয়’ বাদ পড়ল অস্কারের তালিকা থেকে

‘আলফা’ ও ‘গলি বয়’ বাদ পড়ল অস্কারের তালিকা থেকে
‘আলফা’ ও ‘গলি বয়’ বাদ পড়ল অস্কারের তালিকা থেকে

পোস্টকার্ড ( বিনোদন) ডেস্ক ।।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯২তম অস্কার আসর। সোমবার আয়োজনে অংশ করা প্রতিযোগীদের এক সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান।

এবারের আয়োজনে সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ এবং সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে ভারত থেকে অংশ নিয়েছিল ‘গলি বয়’। তবে এই বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান হয়নি বাংলাদেশ ও ভারতের।

৯২তম অস্কারের সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা নেওয়া হয় ৯১টি দেশের চলচ্চিত্র। সেখান থেকে বাছাই করা সাতটি সিনেমা স্থান পেয়েছে সংক্ষিপ্ত তালিকায় আর সেরা আন্তর্জাতিক বিদেশি সিনেমার মধ্য থেকে ১০টি সিনেমা বাছাই করেছে অস্কার জুরি বোর্ড।