কৌতুক অভিনেতা ‘কাইশ্যা’ করোনায় মারা গেলেন।

কৌতুক অভিনেতা ‘কাইশ্যা’ করোনায় মারা গেলেন।

নিউজ ডেস্ক ।।

বিখ্যাত কৌতুক অভিনেতা শিমুরা (বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে পরিচিত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর এসেছে। রয়টার্সের এক প্রতিবেদনে তার মারা যাওয়ার  খবর পাওয়া যায়। 
 

জাপান টাইমস সূত্রে জানা যায়, গত ২০ মার্চ নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনদিন পরে ২৩ মার্চ তার শরীরে করোনার উপস্থিতি শণাক্ত হয়। তারপর থেকে হাসপাতালে আইসোলেশনে দিন কাটে তার। রোববার তার স্বাস্থ্যের অবনতি হয়। সেদিনই তিনি মারা যান। 
 

১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন জাপানী এই কমেডিয়ান। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় কাইশ্যা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে একটি ইউটিউব চ্যানেল বাংলাদেশে ‘কাইশ্যা’ চরিত্রটি সবার কাছে পৌঁছে দেয়। 

বিশ্বব্যাপী করোনভাইরাসে এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছে ৪৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন।