ক্রিস্টোফার নোলানের নায়িকা এলিজাবেথ ডেবিকি, নতুন ডায়ানা

ক্রিস্টোফার নোলানের নায়িকা এলিজাবেথ ডেবিকি, নতুন ডায়ানা
এলিজাবেথ ডেবিকি

 বিনোদন ডেস্ক ।।

ব্রিটিশ-আমেরিকান প্রখ্যাত চলচ্চিত্রকার ক্রিস্টোফার নোলানের নির্মাণাধীন চলচ্চিত্র 'টেনেট'-এর অভিনেত্রী এলিজাবেথ ডেবিকি এবার পর্দায় আসছেন প্রিন্সেস ডায়ানা রূপে। নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ 'দ্য ক্রাউন'-এর পঞ্চম ও ষষ্ঠ সিজনে তাকে এই ভূমিকায় দেখা যাবে।

'প্রিন্সেস ডায়ানার মেজাজ, তার কথা বলা ও আচার-আচরণ বহু মানুষের হৃদয়ে এখনো জলজ্যান্ত। এ রকম চমৎকার একটি সিরিজে তার চরিত্রে অভিনয়ের ডাক পেয়ে আমি সত্যি সৌভাগ্যবতী ও সম্মানিত অনুভব করছি', রোববার বিকেলে টুইটবার্তায় বলেন ডেবিকি।

১৯৪০-এর দশকের শেষভাগ ও ১৯৫০-এর দশকের শুরুর ভাগে, রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ে ও তাদের প্রথম দিকের ক্যারিয়ার থেকে শুরু করে নেটফ্লিক্সের এই হিট সিরিজ ব্রিটিশ রাজ পরিবারের বিভিন্ন সময়কাল ফুটিয়ে তুলছে।

এটির তৃতীয় সিজন মুক্তি পায় ২০১৯ সালে। সেখানে আগের দুই সিরিজের চরিত্রগুলোতে বুড়ো অভিনেতা-অভিনেত্রী নিয়োগ দিয়ে, এক লাফে কাহিনি সামনে এগিয়ে নেওয়া হয়।

এলিজাবেথ ডেবিকি

চতুর্থ সিজনটি এখনো মুক্তি পায়নি। সেখানে ১৯৬১ সালে জন্ম নেওয়া প্রিন্সেস ডায়ানায় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী এমা করিনকে।

শেষ দুই সিজনের জন্য নতুন অভিনেতা-অভিনেত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার। প্রিন্স ফিলিপ চরিত্রের জন্য ডাক পেয়েছেন জোনাথান প্রাইস। প্রথম দুটি সিজনে এ চরিত্রে অভিনয় করেছেন 'ডক্টর হু' তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ সিজনে 'গেমস অব থ্রোনস' তারকা টবিয়াস মেঞ্জেস ছিলেন প্রিন্স ফিলিপের ভূমিকায়।

এদিকে, শেষ দুই সিজনে রানি এলিজাবেথ চরিত্রে দেখা যাবে ইমেল্ডা স্টান্টনকে। প্রথম দুই সিজনে এই চরিত্রে ক্লেয়ার ফয় অভিনয় করলেও তৃতীয় সিজনে করেছেন অলিভিয়া কোলম্যান।

প্রিন্সেস ডায়ানা

আবার, প্রথম চার সিজনে যথাক্রমে ভেনেসা কারবাই ও হেলেনা বনহাম-কার্টার অভিনয় করলেও প্রিন্সেস মার্গারেট চরিত্রে শেষ দুই সিজনে থাকছেন লেসলি ম্যানভিল।

এই সিরিজে ব্রিটিশদের বাইরে খুব অল্প কয়েকজন অভিনেতাই সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ান অভিনেত্রী ডেবিকি সেই অল্প ক'জনেরই একজন।

    সূত্র: ভ্যারাইটি ডটকম