করোনাভাইরাস নিয়ে দশ বছর আগে নির্মিত হয়েছিল সিনেমা ‘কনটেজিয়ন’

করোনাভাইরাস নিয়ে দশ বছর আগে নির্মিত হয়েছিল সিনেমা ‘কনটেজিয়ন’
করোনাভাইরাস দেখা গেল দশ বছর আগের সিনেমায়

পোস্টকার্ড ডেস্ক ।।

‘কনটেজিয়ন’ প্রায় এক দশক আগের চলচ্চিত্র । চীন থেকে একটি ভয়াবহ এবং রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ছে, এ রকম গল্প নিয়ে ২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি মোটামুটি সফলতা পেয়েছিল। কিন্তু ২০২০ সালে এসে ছবিটি ‘হিট’ হয়ে ওঠে। চলচ্চিত্রটির গল্প আর বাস্তবতার সঙ্গে অবিশ্বাস্য মিল দেখা গেছে। হলিউড তারকা ম্যাট ডেমন, গিনেথ প্যালট্রো, জুডি ল, কেট উইন্সলেট এবং মাইকেল ডগলাস অভিনীত ছবিটি ওই বছরের ব্যবসায়ের দিক থেকে ৬১তম হয়েছিল। কিন্তু ৯ বছর পর সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছে ‘কনটেজিয়ন’। যুক্তরাষ্ট্রের অ্যাপল আইটিউন স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ছবির তালিকায় জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। কনটেজিয়ন চলচ্চিত্র তৈরি করেছে ওয়ার্নার ব্রাদারস। প্রায় এক দশক আগে তৈরি চলচ্চিত্রটির কাহিনির সঙ্গে বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের অনেক মিল রয়েছে।

চলচ্চিত্রটিতে একজন নারী ব্যবসায়ী একটি রহস্যময় ভাইরাসে মারা যান। চীনে একটি সফরের সময় তিনি ওই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। কিন্তু সেই সময় পর্যন্ত ওই ভাইরাসের ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। গিনেথ প্যালট্রোর একটি ইন্সটাগ্রাম পোস্টের কারণে ছবিটি দর্শকের আগ্রহ বাড়িয়েছে। ২৬ ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় বিমানে বসে তিনি মুখে মাস্ক পরা এটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এই চলচ্চিত্রটিতে আছি। নিরাপদ থাকবেন। করমর্দন করবেন না। নিয়মিত হাত ধোবেন।’
প্যালট্রো অভিনীত চরিত্রটি এমইভি-ওয়ান নামের একটি ভাইরাসে আক্রান্ত হয় হংকংয়ের একজন বাবুর্চির সঙ্গে করমর্দনের মাধ্যমে, যিনি একটি শুকর জবাই করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। ওই শুকরটি ভাইরাসে আক্রান্ত হয়েছিল বাদুরের মাধ্যমে। এরপর দেশে ফিরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিছুদিন পরে মারা যান। এরপরে তার ছেলেরও একই রোগে মৃত্যু হয়। কিন্তু তার স্বামী, ম্যাট ডেমনের ক্ষেত্রে দেখা যায়, ভাইরাসটি আক্রমণ করতে পারেনি। সূত্র : বিবিসি।