আলহাজ্ব দিদারুল আলম এমপি - সীতাকুন্ডের জনসাধারণের আশির্বাদ

আলহাজ্ব দিদারুল আলম এমপি - সীতাকুন্ডের জনসাধারণের আশির্বাদ
আলহাজ্ব দিদারুল আলম এমপি - সীতাকুন্ডের জনসাধারণের আশির্বাদ 

মুহাম্মদ ইউসুফ খাঁন।।

চট্টগ্রাম জেলার শিল্পাঞ্চল খ্যাত সীতাকুন্ড উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চালু করা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা। অবিশ্বাস্ব্য বিষয়টি এখন বাস্তবরূপ পাচ্ছে।

করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় সীতাকুুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা।

কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকার মোহাম্মদপুরের মেডিকিট ইন্টারন্যাশনাল ।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব দিদারুল আলম জানান, আজ বৃহস্পতিবার( ৯জুলাই) ঢাকার মোহাম্মদপুরের মেডিকিট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানকে ১১ লক্ষ ৫৭ হাজার ৪২৫ টাকার কার্যাদেশ দেয়া হয়েছে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা- হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে।

তিনি বলেন, বাংলাদেশের গণমানুষের আশির্বাদপুষ্ট মানবতার মাতা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বাস ও আস্হার প্রতিফলন ঘটাতে আমি আমরণ সীতাকুন্ডবাসীর খেদমতে নিজেকে উজাড় করে দিতে চাই। করোনায় সীতাকুন্ডের জনসাধারণকে বাঁচানোর জন্য সর্নাত্নক চেষ্টা অব্যাহত রেখেছি বাকীটা মহাণ রাব্বুল আল আমীনের রহমত ও বরকত।

খুব শীঘ্রই সেন্ট্টাল অক্সিজেন স্হাপন প্রক্রিয়ার  কাজ শুরু হবে বলে জানান আলহাজ্ব দিদারুল আলম এমপি।

এ বিষয়ে সীতাকুন্ড উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ নুর উদ্দিন রাশেদ তাঁর টাইমলাইনে উল্ল্যেখ করেছেন যে, দু'একদিনের মধ্যেই সেন্ট্টাল অক্সিজেন ব্যবস্হার কাজ শুরু হতে যাচ্ছে। এদিকে আলহাজ্ব দিদারুল আলম এমপি এবং তাঁর পরিবারের এমন মহাণুভূবতার উচ্চসিৎ প্রশংসা করেছেন সীতাকুন্ডের স্হানীয় জনসাধারণ।

তাদের মতে, আলহাজ্ব দিদারুল আলম এমপি সীতাকুন্ডের গণমানুষের আসলেই প্রকৃত নেতা ও পরম বন্ধু বটে।।