আলহাজ্ব নজির আহম্মদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাইজিং স্টার চ্যাম্পিয়ন

আলহাজ্ব নজির আহম্মদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাইজিং স্টার চ্যাম্পিয়ন
আলহাজ্ব নজির আহম্মদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাইজিং স্টার চ্যাম্পিয়ন

মোঃ মহিউদ্দিন সীতাকূণ্ড ।।

সীতাকূণ্ডের কুমিরায় অনুষ্ঠিত আলহাজ্ব নজির আহম্মদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট রাইজিং স্টার চ্যাম্পিয়ন হয়েছে ।

কুমিরা স্পোটিং ক্লাবের উদ্যোগে নজির আহম্মদ চৌধুরী স্মৃতি ফুটবল টুনামেন্টের আয়োজন করা হয়।

শনিবার (৫ নভেম্বর) বড় কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন রাইজিং স্টার, আলেকদিয়া বনাম শাহানগর, বাজারপাড়া (কুমিরা), ।

খেলার সময় টানটান উওেজনায় মেতে উঠে প্রায় পনের হাজারের অধিক দর্শক । রেফারি তার বাঁশি বাজিয়ে সম্পূর্ন খেলা হওয়ার পর দুই পক্ষের গোল সমান  হওয়ায় রেফারী তার বাঁশি বাজিয়ে ট্রাইবেকারে গড়ায় । পরবর্তীতে ১-০ গোল চ্যাম্পিয়ান  হয় রাইজিং স্টার-আলেকদিয়া।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন আলহাজ্ব দিদারুল আলম এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নেওয়াজ, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মেজবাহ উদ্দীন চৌধুরী মিঠু, ৭নংকুমিরা স্পোটিং ক্লাবের উপদেষ্টা সৈয়দ আব্দুল মতিন, কুমিরা হেলথ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা গাজী সুলতান, সাফায়েত ফারুক চৌধুরী জয়, আলাউদ্দিন মেম্বার প্রমুখ।

চ্যাম্পিয়ন রাইজিং স্টার-আলোকদিয়ার স্পনসর মোহাম্মদ আলী বলেন, ফাইনালে জয় পেয়ে আমরা অনেক আনন্দিত, আমরা চাই আমাদের ছেলেরা সব সময় ভালো কিছু করুক। যাতে করে আমাদের সুনাম বৃদ্ধি হয়। 

পরিচালনাকারী কমিটির পক্ষ থেকে আলাউদ্দীন মেম্বার বলেন, আমাদের এই খেলার মূল উদ্দেশ্য হলো এলাকার যুব সমাজকে ধ্বংসের দিক থেকে ফিরিয়ে এনে আনন্দ মূখী করা। তিনি পরিচালনা কমিটিকে এত সুন্দর একটা খেলা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানান ।

আলহাজ্ব দিদারুল আলম এম পি বলেন, সমাজ থেকে খেলাধুলার ধীরে ধীরে উঠে যাচ্ছে। কুমিরা স্পোটিং ক্লাবের পরিচালনা কমিটিকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য। এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজ খেলাধুলায় আকৃষ্ট হবে এই প্রত্যাশা করেন তিনি ।

খালেদ /পোস্টকার্ড ;