ইউপি চেয়ারম্যান গুঁড়িয়ে দিলেন সীতাকুণ্ডের জুয়াড়িদের আস্তানা

ইউপি চেয়ারম্যান গুঁড়িয়ে দিলেন সীতাকুণ্ডের জুয়াড়িদের আস্তানা
ইউপি চেয়ারম্যান গুঁড়িয়ে দিলেন সীতাকুণ্ডের জুয়াড়িদের আস্তানা

মোঃআলাউদদীন।।

জুয়া খেলা চলাকালীন চট্টগ্রামের সীতাকুণ্ডে জুয়াড়িদের একটি আস্তানায় হানা দিয়ে সেটি গুঁড়িয়ে দিলেন বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর। এসময় জুয়াড়িরা জুয়ার তাস, টাকা, জুতা ও সরঞ্জাম ফেলে দৌড়ে পালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের অধীন চম্পা স্টিল রি-রোলিং মিলস সংলগ্ন রেল লাইনের পাশে নির্জন স্থানে জুয়ার আসর বসায় একদল বখাটে। এই খবর পেয়ে বিকাল ৫টার দিকে সেখানে অভিযান চালান ওই এলাকার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।

চেয়ারম্যানকে হঠাৎ দেখে জুয়াড়িরা দিশেহারা হয়ে পালিয়ে যায়। তবে ফেলে যায় জুয়ার কিছু টাকা, তাস ও অন্যান্য সরঞ্জাম। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান। জুয়া ও অনৈতিক কাজ বন্ধে জনপ্রতিনিধিদের এভাবেই সরব হওয়া উচিত বলে মন্তব্য করছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর বলেন, গত কয়েক দিন ধরে রেল লাইন সংলগ্ন নির্জন শিম ক্ষেতের মাঝে জুয়ার আসর বসছে মর্মে খবর পেয়ে আমি খবর রাখছিলাম।

রবিবার বিকালে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর আমি ওই এলাকার ইউপি সদস্য মো. রাশেদ, গ্রাম পুলিশসহ সেখানে অভিযান চালালে জুয়াড়িরা আমাদের দেখে তাস, টাকা, জুতা প্রভৃতি ফেলে দৌড়ে পালায়। এ সময় আমি আস্তানাটি ভেঙে দেই।

তিনি বলেন, বিস্ময়ের বিষয় হচ্ছে সেখানে যারা জুয়া খেলছে তাদের অধিকাংশই দরিদ্র মানুষ। কষ্টে উপার্জিত টাকা তারা জুয়া খেলে শেষ করে দিচ্ছে। একটি কুচক্রি মহল ওই জুয়ার আসর বসিয়ে নিজেরা আঙুল ফুলে কলাগাছ হতে চায়। এ কারণে আমি অভিযান চালিয়ে সেটি ভেঙে দিয়েছি।

এ ঘটনার পর থেকে এলাকার আরো বিভিন্ন স্থানে এসব চলছে বলে খবর পাচ্ছি। যদি সেসব ঘটনাও সত্যি বলে নিশ্চিত হই তাহলে সেগুলোও ভেঙে দেওয়া হবে। এলাকাটিকে মাদক, জুয়া ও অসামাজিক কাজ মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। 
এছাড়াও চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এলাকার মধ্য একের পর এক জনহিতকর কাজ করে এলাকাবাসীর হ্রদয়ে স্হান করে নিয়েছেন।