ইভটিজিংয়ের অভিযোগ করায় সীতাকুন্ডে হামলার শিকার পিতা

ইভটিজিংয়ের অভিযোগ করায় সীতাকুন্ডে হামলার শিকার পিতা
ইভটিজিংয়ের অভিযোগ করায় সীতাকুন্ডে হামলার শিকার পিতা

সীতাকুন্ড প্রতিনিধি।।

'প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে মেয়েকে উত্যাক্ত করতে থাকে স্থানীয় কিছু বখাটে। এসব বখাটেরদের কারনে বন্ধ হতে চলে মেয়ের লেখা-পড়া। দিনে দিনে পরিস্থিতি চরম আকার ধারন করায় নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করে পরিবার। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিলে প্রতিনিয়ত হুমকি-দমকি দিতে শুরু করে বখাটেরা।’ এক পর্যায়ে বাড়ি হতে বের হলে রাস্তায় উঠতে অর্তকিত হামলা চালিয়ে হাত-পা ভেঙে গুরুত্ব আহত করে বলে জানান মুরাদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো.মাসুম। গত সোমবার দুপুরে মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূঁইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় কিছু বখাটে স্কুলে যাওয়া - আসার পথে উত্তক্ত করে মুরাদপুর ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের। এ ঘটনাটি অভিববাককে অবগত করলে প্রশাসনের সহযোগীতায় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হয়। আর ইভটিজিংয়ের হতে ছাত্রীদের রক্ষায় ব্যবস্থা গ্রহনে প্রশাসন উদ্যোগ নিলে ক্ষিপ্ত হয়ে অভিবাবককের উপর হামলা চালায় বখাটেরা। এ অবস্থায় চরম হুমকির মুখে অসহায় অবস্থার মধ্যে জীবন-যাপন করতে হচ্ছে বলে জানান ভোক্তভোগী পরিবারের সদস্যরা।
স্কুল ছাত্রীদের পিতা মাসুম বলেন,‘ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে এলাকার কিছু বখাটে উত্তক্ত করতে থাকে মেয়েদের। এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের পর হতে জানে মারার পাশাপাশী মেয়েদের ধর্ষনের হুমকি দিচ্ছে বখাটেরা। পরবর্তীতে বাড়ি হতে বের হওয়ার সময় রাস্তার উপর অর্তকিত হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।