কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ অদম্য ২০০০ এর উপহার সামগ্রী বিতরণ

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ অদম্য ২০০০ এর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

প্রতিবারের মত এইবারও রমজান মাস ও বর্তমান করোনা ভাইরাসে অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী ও স্কুল ব্যাচ ২০০০ এর কিছু বন্ধুদের জন্য ঈদ উপহার সামগ্রী দিয়েছে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মিলিনিয়াম ব্যাচ অদম্য ২০০০ ।

শুক্রবার (১৫ মে) এইগুলো সবার বাসায় পৌঁছে দেওয়া হয়। এই উপহার সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন কালেকশন কমিটির সদস্য কপিল, এয়াকুব, জাহিদ, খোরশেদ, মামুন, রঞ্জন, মিজান, কাইছার, সাহেদ, রাশেদ, শিবলু, সোহাগ, ইমাম শরিফ, মহিউদ্দিন আলম, মহিউদ্দিন রানা, জয়নাল, সবুজ, নুর আলম, ইকবাল আনোয়ার, জিল্লু।

উপহার সামগ্রীর ব্যাপারে জানতে চাইলে অদম্য সংগঠনএর সভাপতি মো. কপিল উদ্দিন পিন্টু ও সাধারণ সম্পাদক এয়াকুব আলী সুমন বলেন, আমরা গত ৮ বছর ধরে এই উদ্যোগগুলো নিয়ে আসছি। তবে এইবার করোনা পরিস্থিতির কারনে অস্বচ্ছল পরিবার ও কিছু বন্ধুদের পরিবারের চিন্তা করে। একটু ব্যতিক্রম কিছু উপহার দিয়েছি। আমরা প্রায় ১৩০ পরিবারের মাঝে এই উপহার দিয়েছি।

আমাদের সংগঠনে সকল বন্ধুদের সহযোগিতায় এই মহৎকর্মটা করতে পেরেছি। তাই আমরা আমাদের অদম্য সংগঠনের সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি।