ক্রেতার কথা মাস্কের কারণে বুঝতে না পারার অভিযোগ, সীতাকুণ্ডে স্বাস্থ্যবিধি মানছে না দোকানিরা

ক্রেতার কথা মাস্কের কারণে বুঝতে না পারার অভিযোগ, সীতাকুণ্ডে স্বাস্থ্যবিধি মানছে না দোকানিরা

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

করোনা আক্রান্তের সংখ্যা সীতাকুণ্ডে দিন দিন বেড়ে চলেছে । এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২৫০ জন। মোট মৃতের সংখ্যা ৭ জন। তবে এ মহামারী থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হ্যান্ড গ্লাভস পরার নির্দেশনা দিলেও তা মানছে না উপজেলার দোকানিরা।

গতকাল শনিবার সীতাকুণ্ড পৌরসদরে দেখা যায়, খাবার হোটেলগুলোতে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। যে যার ইচ্ছামতো খেয়ে চলে যাচ্ছেন। ওয়েটার বা ম্যানেজারের হাতে-মুখে গ্লাভস বা মাস্ক কোনোটাই নেই। এর আগে, সরকার কড়াকড়ি আরোপ করলে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হতো। তবে কেউ কেউ হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরছেন।

পৌরসদরের হোটেল ব্যবসায়ীরা বলেন, হোটেলে খাবার খেতে আসছে সবাই। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা কঠিন, তবুও মানতে হবে। ন্যাশনাল মার্কেটের পোশাক বিক্রেতা জসিম উদ্দিন বলেন, মাস্ক পরা থাকলে অনেকসময় ক্রেতারা কথা বুঝতে পারে না। শুধু আমি কেন, অনেকেই এখন আর মাস্ক পরছেন না। আমরা দোকানের সামনে রশি টাঙিয়ে রেখেছিলাম। ক্রেতারা সেটা ছিঁড়ে ফেলেছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বিপদ আরও বাড়তে পারে। আমাদের অপ্রয়োজনীয় চলাচল, ঘোরাঘুরি বন্ধ করতে হবে। আমি নিজেকে নিরাপদে রাখতে না পারলে এর মাধ্যমে প্রচুর মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।