করোনা রোগের চিকিৎসার জন্য প্রস্তুত হলি ক্রিসেন্ট হাসপাতাল আপাতত চালু হচ্ছে না!

করোনা রোগের চিকিৎসার জন্য প্রস্তুত হলি ক্রিসেন্ট হাসপাতাল আপাতত চালু হচ্ছে না!

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রামের খুলশীতে অবস্থিত হলি ক্রিসেন্ট হাসপাতালটিকে করোনা রোগের চিকিৎসার জন্য প্রস্তুত করে উদ্বোধন করা হলেও পর্যাপ্ত লোকবল সংকট সহ বেশ কিছু সমস্যার কারণে চালু করা যাচ্ছে না হাসপাতালটি।

হাসপাতালটি চালুর বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন ইকুইপমেন্ট পরীক্ষা নিরিক্ষা চলছে। আশা করি খুব দ্রুত চালু করা সম্ভব হবে।”

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, “বেশ কিছু সমস্যার কারণে হাসপাতালটি চালু করা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা করছি হাসপাতালটি দ্রুত চালু করার। এটির দায়িত্বে রয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক।”

জানা গেছে, হলি ক্রিসেন্ট হাসপাতালটি প্রস্তুতের পর ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয় জটিলতা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অধীনে পরিচালনার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক কিন্তু এতে অপারগতা প্রকাশ করে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শেষ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় জেনারেল হাসপাতালের অধীনে একজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা নিয়োগের মাধ্যমে হাসপাতালটি চালু করার নির্দেশ দেয়।

সহকারী পরিচালক নিয়োগ এবং হাসপাতাল চালু না হওয়ার বিষয়ে জানতে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে গত ২১ মে ১০০ শয্যার এই হাসপাতালটি উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।