করোনা হাসপাতাল বানাতে বাঁধা নেই তেজগাঁওয়ে

করোনা হাসপাতাল বানাতে বাঁধা নেই তেজগাঁওয়ে

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আকিজ গ্রুপ ও গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অস্থায়ী হাসপাতালটি নির্মান করতে আর কোন বাঁধা নেই।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হাসপাতাল ওখানেই নির্মান করা হবে। দেশের এমন খারাপ সময়ে  হাসপাতালটির ব্যাপক প্রয়োজন রয়েছে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানায় সূত্রটি।

উল্লেখ্য, গুলশান-তেজগাঁও লিংক রোডে শান্তা টাওয়ারের পেছনে ১৯৪ নম্বর প্লটে আকিজ গ্রুপের আর্থিক সহযোগিতায়, চীনের উহানের আদলে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য ২৫০ শয্যার হাসপাতল তৈরি করছিল গণস্বাস্থ্য কেন্দ্র।

কিন্তু গতকাল দুপুরের দিকে এলাকার দুই-আড়াই শ লোক গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। এ ছাড়া ওই এলাকায় বিক্ষোভ ও অবস্থান নেয় তারা।

তখন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ উপস্থিত ছিলেন। তবে এলাকাবাসীকে শান্ত করার জন্য তিনি ঘটনাস্থলে গিয়েছেন বলে দাবি করেছেন।