করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনই ভালো আছেন

করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনই ভালো আছেন
করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনই ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিনজনের অবস্থা ভালো ।

সোমবার (০৯ মার্চ) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও ওয়ার্ক হেলথ অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি বারদান জন রানা।

এ সময় ডা. ফ্লোরা বলেন,  আশঙ্কার কোনো কারণ নেই, দেশে নতুন করে আর কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়নি। গত কাল নতুন করে চারজনের নমুনা সংগ্রহ করা হলেও তাদের মধ্যে কেও কোভিড-১৯ আক্রান্ত নন। এ পর্যন্ত হটলাইনে ৫০৯টি ফোন পেয়েছি আমরা। এরমধ্যে ৪৪৯টি ফোনকল ছিলো করোনাভাইরাস সংক্রান্ত।

তিনি আরো বলেন, যারা বিদেশ থেকে আসছেন, তাদের অবশ্যই ১৪ দিন বাড়িতে থাকতে হবে। পাড়া-প্রতিবেশীর বাড়িতে যাবে না। তবে এটা মনে রাখতে হবে, বিদেশ থেকে এলেই কিন্তু তারা করোনায় আক্রান্ত না।

ডা. ফ্লোরা বলেন, আমরা রোগীদের নাম-পরিচয় বা কোথায় চিকিৎসা নিচ্ছেন এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করলেও গতকাল অনেক মিডিয়া রোগীদের বিস্তারিত তুলে ধরেছেন। এতে করে রোগী সামাজিক ভাবে হেনস্থার স্বীকার হচ্ছেন। এ ব্যাপারে মিডিয়াকে আরো দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।

সংস্থাটির পরিচালক বলেন, বিদেশ ফেরতদের সঙ্গে করোনা ভাইরাস নিয়ে অস্বাভাবিক ধরনের কোনো আচরণ করবেন না। বাড়িওয়ালাদেরও বলব, আপনারা তাদের বাড়িতে থাকতে দিন। না হলে আরো বেশি ছড়াবে। তাদের যদি হোটেলে থাকতে হয়, তাহলে আমাদেরই কিন্তু বেশি ক্ষতি হবে। ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়বে যদি তার শরীরে থেকে থাকে। এছাড়া এটাও খেয়াল রাখতে হবে- তারা বিদেশ থেকে আসা মানেই করোনা ভাইরাসে আক্রান্ত নন।

গত চব্বিশ ঘন্টায় বিশ্বব্যাপী নতুন রোগীর সংখ্যা ৩৬৫৬ জন এবং সব মিলিয়ে রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮৬ জন। গত চব্বিশ ঘন্টায় বিশ্বব্যাপী নিহত হয়েছে ৯৮ জন যা নিয়ে বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৫৮৪ জনে।