করোনার কারণে 'অন্য উপায়ে' কান চলচ্চিত্র উৎসব!

করোনার কারণে 'অন্য উপায়ে' কান চলচ্চিত্র উৎসব!
করোনার কারণে 'অন্য উপায়ে' কান চলচ্চিত্র উৎসব!

বিনোদন ডেস্ক।।

প্রাণঘাতী বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে কান চলচ্চিত্র উৎসব অনিশ্চিত। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের উৎসবটি তার নিজস্ব ঢঙে করা যাচ্ছে না।

অন্য কোনোভাবে করা যায় কি না, সে বিষয়ে ভাবছে তারা। মার্চের মাঝামাঝি সময়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, গোটা বিশ্বে করোনা আতঙ্ক। এমন পরিস্থিতিতে ১২-২৩ মে অনুষ্ঠেয় কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করা যাচ্ছে না। এটি জুন মাসের শেষ বা জুলাই মাসের গোড়ার দিকে আয়োজন করা হতে পারে।

কিন্তু পরিস্থিতি এখনও অস্বাভাবিক। ফ্রান্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই ১১ মে পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। সে কারণে এক বিবৃতিতে উৎসব কর্তৃপক্ষ বলেছে, প্রতিবছর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেভাবে অনুষ্ঠিত হয়, এ বছর সেভাবে করা সম্ভব নয়। অন্য কোনো উপায়ে ‘কান-২০২০’ আয়োজনের কথা ভাবা হচ্ছে।

প্যারালাল সেকশন বাদ হওয়ায় কমে গেছে উৎসবের পরিসর। তবে কি কান কর্তৃপক্ষ অনলাইনেই উৎসব করার কথা ভাবছে? তা অবশ্য পরিষ্কার জানা যায়নি। যদিও আরেক সম্মানজনক চলচ্চিত্র উৎসব ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল অনলাইনেই আয়োজন করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।