করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু, সর্বমোট মারাগেল ৬৪ জন বাংলাদেশি

করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু, সর্বমোট মারাগেল ৬৪ জন বাংলাদেশি

প্রবাস ডেস্ক ।।

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের ২ নাগরিক ইকবাল হক ভূঁইয়া প্রিন্স ও শিপন আহমদের মৃত্যু হয়েছে, তারা একই পরিবারের দু-ভাই।

৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে এস্টোরিয়ার বাসিন্দা ইকবাল হক ভূঁইয়া প্রিন্সের নিউজার্সি রাজ্যের আটলান্টিক শহরের একটি হাসপাতালে মৃত্যু হয়। এর এক সপ্তাহ আগে প্রিন্সের বড় ভাই শিপন আহমদেরও নিউইয়র্কের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

অন্যদিকে,  নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাহের আহামদ পাটোয়ারী নামের আরেকজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৩ এপ্রিল স্থানীয় সময় পাঁচটায় নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরহুমের শ্যালক ব্যবসায়ী আজম সোহাগ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মরহুম তাহেরের সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের আরেকটি হাসপাতালে ভর্তি আছেন।

এ নিয়ে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হলো। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন অনেক বাংলাদেশি। আক্রান্তের সংখ্যা কয়েক শতাধিক।