চিকিৎসা সংকটের ভয়াবহতা এখন আর নেই চট্টগ্রামে, ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচি উদ্বোধনকালে রেজাউল করিম

চিকিৎসা সংকটের ভয়াবহতা এখন আর নেই চট্টগ্রামে, ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচি উদ্বোধনকালে রেজাউল করিম

নিউজ ডেস্ক ।।

করোনাসহ সকল প্রকার রোগীর চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচির উদ্বোধন করলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
নগরবাসীকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ঘরে ঘরে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দিচ্ছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ও মোস্তফা হাকিম ফাউন্ডেশন। ০১৮১৯৫১১১৫০ ও ০১৮৬৬১৭১৭১০ নম্বরে কল করেই নগরীর যে কোন প্রান্তের মানুষ পাবেন জরুরি চিকিৎসা সেবা ও হোম সার্ভিস।
গত শুক্রবার কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, কাউন্সিলর নীলু নাগ, পুলক খাস্তগীর, আব্দুস সালাম মাসুম, আন্‌জুমান আরা, রুমকি সেনগুপ্ত, জাহাঙ্গীর আলম, রতন আচার্য্য, ডা. সজীব তালুকদার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমূখ।
জহরলাল হাজারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়রপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টলার মানুষ কখনোই বিনাযুদ্ধে পরাজয় স্বীকার করতে পারেনা। করোনার সংক্রমণের প্রবণতা প্রাপ্তির শুরুতে চিকিৎসা সেবা দিতে বেসরকারি হাসপাতালের গড়িমসির কারণে চট্টগ্রামে চিকিৎসা সেবায় বিপর্যয়ের আশংকা দেখা দিলে চট্টগ্রামের আওয়ামী নেতৃত্ব নাগরিক উদ্যোগের মাধ্যমে সংকট মোকাবেলায় এগিয়ে আসে। সাহসী ও মানবিক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিত্তবান অনেকের সহায়তা নিয়ে একটি চিকিৎসা শৃঙ্খলা তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। তাই, চট্টগ্রামে চিকিৎসা সংকটের সে ভয়াবহতা এখন আর নেই বললেই চলে। সরকারি হাসপাতাল ও করোনা বিশেষায়িত হাসপাতালসমূহের উপর অতিরিক্ত চাপ কমাতে বিনামূল্যে দিবারাত্র ভ্রাম্যমাণ চিকিৎসা কার্যক্রম ‘হ্যালো ডাক্তার’ সর্বিশেষ ভূমিকা রাখতে সক্ষমতা দেখাতে পারবে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ ও মুজিবাদর্শের সৈনিকেরা যে কোন বিপর্যয়কে চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে জানে। প্রেস বিজ্ঞপ্তি।