চট্টগ্রামে পেঁয়াজ বিক্রি করবেন পুলিশের স্ত্রীরা

চট্টগ্রামে পেঁয়াজ বিক্রি করবেন পুলিশের স্ত্রীরা
চট্টগ্রামে পেঁয়াজ বিক্রি করবেন পুলিশের স্ত্রীরা

পোস্টকার্ড ডেস্ক ।।

মাত্র ৪৫ টাকায় এক কেজি পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছেন পুলিশের স্ত্রীরা। পুলিশের স্ত্রীদের নিয়ে গঠিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চট্টগ্রাম মহানগর শাখা এ ঘোষণা দেয়। সে অনুযায়ী শনিবার থেকে চট্টগ্রাম নগরীর পাঁচটি থানায় ন্যায্যমূল্যে বিক্রি কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রাম মহানগর পুনাকের সাধারণ সম্পাদক শিউলী ভৌমিক জানান,সারাদেশে পেঁয়াজের দাম যখন আকাশছোঁয়া তখন সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে পেঁয়াজ পায়, সেজন্য তারা এ উদ্যোগ নিয়েছেন।

জানা যায়, শনিবার থেকে নগরীর কোতয়ালী, পাহাড়তলী, খুলশী, চান্দগাঁও ও ইপিজেডে এ পেঁয়াজ বিক্রি হবে। প্রতিটি থানার জন্য এক টন পেঁয়াজ বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে খোলা ট্রাকে করে এক সপ্তাহ এ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে সহযোগিতা করবে পুলিশ সদস্যরা।

এ বিষয়ে সিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ বলেন, ‘চট্টগ্রাম পুনাকের নিজস্ব তহবিল থেকে আমদানিকারকদের পেঁয়াজ কিনে বিনা লাভে তা জনসাধারণের কাছে বিক্রি করা হবে।’

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের স্ত্রী পদাধিকার বলে চট্টগ্রাম নগর পুনাকের সভাপতি ও উপ-কমিশনার (সদর) এর স্ত্রী হয়ে থাকেন সাধারণ সম্পাদক। পুনাক বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।