চট্টগ্রামে চালু হলো ফুল ডে ট্যুর, প্রথমদিনেই ব্যাপক সাড়া

চট্টগ্রামে চালু হলো ফুল ডে ট্যুর, প্রথমদিনেই ব্যাপক সাড়া
চট্টগ্রামে চালু হলো ফুল ডে ট্যুর, প্রথমদিনেই ব্যাপক সাড়া

বিনোদন ডেস্ক ।।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চট্টগ্রামে চালু হয়েছে ফুল ডে ট্যুর সার্ভিস। সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ ভ্রমণ কার্যক্রম চলবে। এতে যাত্রীপ্রতি খরচ হবে ৮৫০ টাকা। শনিবার থেকে এ সার্ভিস দেওয়া শুরু করে জেলা প্রশাসন। প্রথম দিনেই ৪টি মাইক্রোবাসে ৪০ জন যাত্রী নিয়ে সার্ভিসের যাত্রা শুরু করে । 

প্রশাসন সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দময় করার লক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় ফুল ডে ট্যুর সার্ভিস চালু হয়েছে। এই ট্যুর সার্ভিসের মাধ্যমে পর্যটকগণ সীতাকুণ্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা), গুলিয়াখালী সমুদ্র সৈকত, মহামায়া লেক এবং ডিসি পার্ক ভ্রমণ করেছেন।

শনিবার (১ জুলাই) থেকে ৪ মাইক্রোবাস নিয়ে ফুল ডে ট্যুর সার্ভিসের যাত্রা শুরু হয়। 

এ বিষয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় মোটেল সৈকত থেকে ৪ টি মাইক্রোবাসে করে ৪০ জন যাত্রী নিয়ে ফুল ডে ট্যুর সার্ভিসের যাত্রা শুরু করে। প্রথমে তাঁরা গিয়েছেন সীতাকুণ্ডের ইকোপার্কে। পার্কের ভেতরে থাকা সহস্রধারা ও সুপ্তধারা দুটি ঝরনা দেখে গুলিয়াখালী সমুদ্রসৈকত গেছেন পর্যটকেরা। এরপর ফৌজদারহাট ডিসি পার্কে ভ্রমণ শেষে আবার হোটেল সৈকতে ফিরেছেন তাঁরা।

প্যাকেজে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস সার্ভিসের পাশাপাশি সকালের স্ন্যাকস, দুপুরের খাবার, সার্বক্ষণিক ট্যুর গাইডের সুবিধা থাকবে। ধীরে ধীরে ফুল ডে ট্যুর সার্ভিসের পরিসর আরো বাড়ানো হবে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে অবস্থিত দর্শনীয় স্থানের মধ্যে পতেঙ্গা সমুদ্রসৈকত, সীতাকুণ্ড ইকোপার্ক, গুলিয়াখালী সৈকত এবং মহামায়া লেক অন্যতম। এসব দর্শনীয় এবং দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলো ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এ সব পর্যটন স্পটে পর্যটকদের যাতায়াত সহজতর করা এবং চট্টগ্রামের পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতি শুক্রবার ও শনিবার ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;