চট্টগ্রামের ১২ হাসপাতালে করোনা রোগীর সেবা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রামের ১২ হাসপাতালে করোনা রোগীর  সেবা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

পোস্টকার্ড ডেস্ক।।   

চট্টগ্রামের ১২ হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমণ রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে চট্টগ্রামে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ও রোগীদের কী কী সেবা দেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ  সোমবার উভয়পক্ষের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান। চট্টগ্রাম মহানগরীর ১২টি হাসপাতালে কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের সেবা দেওয়ার জন্য নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে কয়েকটি হাসপাতালে করোনা সংক্রমণ রোগী চিকিৎসা শুরু করলেও বেশির ভাগ হাসপাতালে করোনা সংক্রমণ রোগীদের চিকিৎসা না দেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে আইসিইউ সেবা প্রদানের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। সরকার নির্ধারিত ১২ হাসপাতালে করোনা সংক্রমণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাইকোর্টে রিট করেছেন সাইফুল ইসলাম ও মো. আজিজুল হক।

আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া বলেন, করোনা আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন , ইতিবাচক ও কার্যকর সেবা প্রদানের জন্য আইসিইউ এবং ভেন্টিলেটর সুবিধা প্রদান করার জন্য ১২ হাসপাতালকে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

হাসপাতালগুলো হল : পার্কভিউ হাসপাতাল লিমিটেড, মেডিকেল সেন্টার, ইম্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল (ইউনিট-২), ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, সিএসসিআর হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, ওয়েল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও ম্যাক্স হাসপাতাল।

আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া আরও বলেন, ১২ হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত ছাড়াও চট্টগ্রামে সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজগুলোতে করোনাভাইরাস রোগীর সংখ্যা এবং রোগী কী কী চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে তা আদালতকে জানানোর জন্য সিভিল সার্জেনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২২ জুন এ বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছে আদালত।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম ও সুপ্রিমকোর্ট বারের সহ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।