চলতি মাসেই শেষ হবে জাতিসংঘের তহবিল - জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক ।।

চলতি মাসেই শেষ হবে জাতিসংঘের তহবিল  -  জাতিসংঘ মহাসচিব

চলতি মাসেই শেষ হবে জাতিসংঘের তহবিল এমন ঘোষণা দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেন, অক্টোবরের শেষেই তাদের তহবিল শেষ হতে পারে। সে কারণে সংস্থাটির ৩৭ হাজার কর্মীকে বলেন, তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে বিকল্প পন্থা নিতে হবে জাতিসংঘকে।

চিঠিতে বলা হয় জাতিসংঘের মোট খরচের ৭০ শতাংশ পূরণ হয় সদস্য দেশগুলোর অর্থায়নে। ফলে ঘাটতি সবসময় লেগেই আছে। সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত এ ঘাটতির পরিমাণ ২৩ কোটি ডলার। তাই অক্টোবরের শেষের দিকে অর্থ সরবরাহ থেমেও যেতে পারে বলে তিনি জানান।

খরচ কমাতে কনফারেন্স ও বৈঠক স্থগিত করার কথা বলেছেন গুতেরেস। একইসঙ্গে কর্মকর্তাদের ভ্রমণের হারও কমিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অপরিহার্য কার্যক্রমে অংশ নিতেই ভ্রমণ করবেন তারা।

এই সমস্যা কাটাতে সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গুতেরেস। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন গুতেরেসে আহবানে সাড়া দেয়নি সদস্য রাষ্ট্রগুলো।

জাতিসংঘের ২০১৮-১৯ সালের জন্য ৫৪০ কোটি ডলার বাজেট বরাদ্দ রয়েছে আর এর ২২ শতাংশই দেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট