সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে জাপানের সিংহাসনে বসলেন

আন্তর্জাতিক ডেস্ক ।।

সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে জাপানের সিংহাসনে বসলেন
সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে জাপানের সিংহাসনে বসলেন

সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে জাপানের সিংহাসনে বসলেন । এ উপলক্ষে রাজধানী টোকিওতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারুহিতোর বাবা সম্রাট আকিহিতো অসুস্থতার কারণ দেখিয়ে সিংহাসন ছাড়লে গত মে মাসে সম্রাট হিসেবে ৫৯ বছর বয়সী নারুহিতোর নাম ঘোষণা করা হয়।

সাম্প্রতিক সময়ে ভয়াবহ টাইফুন হাগিবিসের আঘাতে বিধ্বস্ত হয়েছে জাপান। টাইফুনের আঘাতে ৮০ জনের প্রানহানি ঘটেছে। সে কারণে নিহত এবং তাদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে নারুহিতোর এই অভিষেক অনুষ্ঠানে প্যারেড বাতিল করা হয়।

ব্রিটেনের প্রিন্স চার্লসসহ বিভিন্ন দেশের কয়েক হাজার বিদেশি অতিথি জমকালো এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অন্যান্য দেশের অতিথিদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সিংহাসনে বসার পর নারুহিতো এক বিবৃতিতে বলেন, আমি প্রতিজ্ঞা করছি যে, সংবিধান অনুযায়ী আমি কাজ করব এবং রাষ্ট্রের ও জনগণের প্রতীক হয়ে আমি আমার দায়িত্ব পালন করব।