ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয় ।

 

দলটির জ‌্যেষ্ঠ নায়েবে আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্রদের নৈতিকতার উন্নয়ন ঘটানো সম্ভব নয়, বরং আদর্শিক শিক্ষার মাধ্যমে সম্প্রতি ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ডের মতো ঘটনা থেকে চিরমুক্তি পাওয়া সম্ভব। ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে বুয়েটের চলমান সঙ্কট সমাধান সম্ভব নয়।

শনিবার রাজধানীতে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত ‘বিশ্বায়নের যুগে ছাত্র-শিক্ষক সম্পর্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, বাবা-মা স্বপ্ন দেখেন, তাদের সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। কিন্তু, আমরা দেখতে পাই, তাদের স্বপ্ন কফিনে করে বাবার কাঁধ ভারী করে তুলেছে।

জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এ বি এম জাকারিয়ার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খাঁন।

সেমিনারে অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির গবেষণা ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাইহান, বিজিএমইএ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ আব্দুর রকিব, ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান, সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন সাকী, প্রিন্সিপাল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহা. হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মুহা. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক মুহা. মুস্তফা বাঙালী, সহ-দপ্তর সম্পাদক মুহা. মহিউদ্দিন প্রমুখ।