জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় লামায় বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় লামায় বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় লামায় বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

পোস্টকার্ড (লামা) প্রতিনিধি ।।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় লামায় বর্ণাঢ্য আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। ১৫ ডিসেম্বর ভোরে মিনি ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় এবং বেলা ১০টায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসের সকল কার্যক্রমে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় টিটিএন্ডডিসি স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান, সকাল সাড়ে ৯টায় ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ, একই সময় লামা বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসের সকল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ, আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, মু্িক্তযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান সহ প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে এদেশকে যারা হানাদারমুক্ত করেছে, সে সব সাহসী বীর মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়। তাই দেশের সকল মানুষ মুক্তিযোদ্ধা ও শহীদদের নিকট চিরকৃতজ্ঞ থাকবে।